
প্রতীতি ঘোষ, ব্যারাকপুর: ভাটপাড়া পৌরসভার টেন্ডার দুর্নীতি তদন্তে, সিআইডির ডাকে সাড়া দিয়ে অবশেষে সোমবার ভবানী ভবনে গেলেন ভাটপাড়া বিধায়ক পবন সিং। এর আগে তাকে দুবার তলব করা হয়েছিল তখন তিনি যেতে পারেননি ব্যক্তিগত কাজে ব্যস্ত থাকার জন্য, এরপর সিআইডি তৃতীয়বার নোটিশ দেওয়ার পর সোমবার সিআইডি দপ্তরে যাচ্ছেন তিনি । এই মামলাটিকে স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট, তারপরেও তাকে রাজনৈতিকভাবে হেনস্থা করার জন্যই এভাবে বারবার তলব করা হচ্ছে বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন অর্জুন পুত্র পবন । এই ঘটনাকে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমুল ।গ্রেফতার হওয়ার ভয়েতে এতদিন সিআইডির ডাকে সাড়া দেননি বিধায়ক পবন সিং বলে অভিযোগ করেছেন জগদ্দল বিধায়ক সোমনাথ শ্যাম। পাশাপাশি সোমনাথের দাবি সিআইডির তলবের পিছনে কোন মিথ্যা অভিযোগ নেই ,এবং কোন রাজনৈতিক উদ্দেশ্য ও নেই। ভাটপাড়া পৌরসভার জনগনের চার কোটি টাকার টেন্ডার নিয়েও কাজ না করা এবং সেই টাকা ফেরত না দেওয়া নিয়েই পবন সিংকে জিজ্ঞাসাবাদ করা হবে।