
ওঙ্কার ডেস্ক: অ্যালুমিনিয়াম ফয়েল তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত্যু হল পাঁচ জনের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের নাগপুরের উমরেড এমআইডিসিতে।
নাগপুর গ্রামীণ পুলিশ সুপার এসপি হর্ষ পোদ্দার জানান, অগ্নিকাণ্ডে পাঁচজনের মৃত্যু হয়েছে। তিনি বলেন, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়েছে এবং নিখোঁজ থাকা তিন ব্যক্তিরও মৃত্যু হয়েছে।
উল্লেখ্য, এই অগ্নিকাণ্ডের জেরে আগের দিন, মোট ছয়জন আহত হয়েছিলেন। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। নাগপুর সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়েছে আহতদের। সেখানে চিকিৎসাধীন তারা। সংবাদ মাধ্যমকে পুলিশ ইন্সপেক্টর ধনজি জলক বলেন, ‘ছয়জন আহত হয়েছেন এবং তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের নাগপুর সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।’
অন্যদিকে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন তাঁরা। তবে কী কারণে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল তা এখনও স্পষ্ট নয়।