
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সোমবার বেলা পৌনে তিনটেয় শিয়ালদহ আদালতের বিচারক অনির্বাণ দাস তিলোত্তমা-কাণ্ডে দোষী সাব্যস্ত সঞ্জয় রায়ের সাজা ঘোষণা করবেন। সোমবার বেলা ১২ টার পর শিয়ালদহ আদালতে অনির্বাণ দাসের এজলাসে শুনানি শুরু হয়। সূত্রের খবর, সর্বোচ্চ সাজার পক্ষে সওয়াল করেন সিবিআইয়ের আইনজীবীরা।
অন্যদিকে, সঞ্জয়ের মৃত্যুদণ্ডের বিরোধিতা করে আদালতে সওয়াল করেন সঞ্জয়ের আইনজীবীরা। আইনজীবীদের যুক্তি, এখনও তদন্ত শেষ হয়নি। এদিন সঞ্জয়ের আইনজীবীরা আরও দাবি করেন, এই ঘটনা বিরলতম ঘটনা নয়।
এদিন সঞ্জয় নির্লিপ্তভাবে দাঁড়িয়েছিলেন কাঠগড়ায়। এরপর সঞ্জয়ের বক্তব্য শুনতে চায় আদালত। বিচারক সঞ্জয়ের কাছে জানতে চান মায়ের সঙ্গে সে যোগাযোগ রাখে কিনা। সঞ্জয়ের সংক্ষিপ্ত উত্তর, না, নেই।
এরপর বিচারক সবাইকে এজলাসের বাইরে বেরিয়ে বলেন। পৌনে তিনটেয় ফের বসবে আদালত। কী সাজা ঘোষণা করবেন বিচারক অনির্বাণ দাস? মৃত্যুদণ্ড নাকি যাবজ্জীবন? তা জানতে অপেক্ষায় অসংখ্য মানুষ।