
ওঙ্কার ডেস্ক: ২৬/১১ মুম্বই হামলার অন্যতম চক্রী এবং সন্ত্রাসী রানার সঙ্গে কি যোগাযোগ ছিল দাউদ ইব্রাহিমের? এমনটাই সন্দেহ জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ-এর তদন্তকারীদের। তাহাউর হোসেন রানার পুরনো ফোন কল ঘেঁটে দেখছেন গোয়েন্দারা।
সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রের খবর, রানার কয়েক ডজন ফোনালাপ ঘেঁটে দেখছেন গোয়েন্দারা। আর বেশিরভাগ মুম্বই হামলার অন্যতম অভিযুক্ত ডেভিড হেডলির সঙ্গে। গোয়েন্দা সূত্রে খবর, ফোনালাপে দাউদ ইব্রাহিমের যোগ থাকার সম্ভাবনা উড়িয়ে দেওয়া হচ্ছে না। জাতীয় তদন্তকারী সস্থার গোয়েন্দাদের সন্দেহ, মুম্বই হামলার পরিকল্পনা করা হয়েছিল আরও অনেক আগে থেকে। ২০০৫ সাল থেকে সেই পরিকল্পনা চলছিল বলে অনুমান। সেই পরিকল্পনায় সামিল ছিলেন রানাও। জঙ্গি সংগঠন লস্কর ই তৈবার সঙ্গে যোগ ছিল রানার। পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই-এর সঙ্গে রানার কোনও যোগাযোগ ছিল কিনা তা খতিয়ে দেখছেন গোয়েন্দারা। ইতিমধ্যে রানার কন্ঠস্বরের নমুনা পরীক্ষা করেছে এনআইএ।
রানাকে জেরা করে দুবাইয়ের এক ব্যক্তির নাম পেয়েছে এনআইএ। হেডলি যাকে রানার সঙ্গে দেখা করতে অনুরোধ করেছিল। গোয়েন্দাদের সন্দেহ, এই ব্যক্তি ২৬/১১ হামলার বিষয়ে জানত। তার সঙ্গেও দাউদ ইব্রাহিমের যোগ রয়েছে কি না তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।