
ওঙ্কার ডেস্ক: কেন্দ্র ও রাজ্য একসঙ্গে কাজ করলে কোনও লক্ষ্য পূরণ অসম্ভব নয় বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার নীতি আয়োগের বৈঠকে তিনি বলেছেন, যদি কেন্দ্র সরকার এবং রাজ্যগুলি টিম ইন্ডিয়ার মতো একসঙ্গে কাজ করে, তাহলে কোনও লক্ষ্যই অসম্ভব নয়।
এদিন নীতি আয়োগের দশম গভর্নিং কাউন্সিলের বৈঠকে সভাপতিত্ব করছেন মোদী। বৈঠকে উন্নয়নের গতি বাড়ানো প্রয়োজন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী মোদী। প্রধানমন্ত্রীকে উদ্ধৃত করে নীতি আয়োগ এক্স হ্যান্ডেলের পোস্টে লিখেছে, ‘আমাদের উন্নয়নের গতি বাড়াতে হবে। যদি কেন্দ্র এবং সমস্ত রাজ্য একসঙ্গে টিম ইন্ডিয়ার মতো কাজ করে, তাহলে কোনও লক্ষ্যই অসম্ভব নয়।’ এদিন নীতি আয়োগের দশম গভর্নিং কাউন্সিলের বৈঠকের থিম ছিল ‘উন্নত ভারতের জন্য উন্নত রাজ্য@২০৪৭’। বৈঠকে প্রধানমন্ত্রী আরও বলেন, ‘উন্নত ভারত প্রত্যেক ভারতবাসীর লক্ষ্য। যখন প্রতিটি রাজ্য উন্নত হবে, তখন ভারতও উন্নত হবে। এটি দেশের ১৪০ কোটি নাগরিকের আকাঙ্ক্ষা।’
শনিবার বৈঠকে প্রধানমন্ত্রী মোদী আরও বলেন, ‘আমাদের লক্ষ্য থাকা উচিত প্রতিটি রাজ্যকে উন্নত করা, প্রতিটি শহরকে উন্নত করা, প্রতিটি নগর পালিকাকে উন্নত করা এবং প্রতিটি গ্রামকে উন্নত করা। আমরা যদি এই ভাবে কাজ করি, তাহলে আমাদের উন্নত ভারত হওয়ার জন্য ২০৪৭ সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে না।’
নীতি আয়োগের এই বৈঠকে উপস্থিত ছিলেন দেশের বেশিরভাগ রাজ্যের মুখ্যমন্ত্রী, কেন্দ্রশাসিত অঞ্চলের লেফটেন্যান্ট গভর্নর এবং বেশ কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রী। এদিনের বৈঠকে ছিলেন না কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া এবং পদুচেরির মুখ্যমন্ত্রী এন রাঙ্গাসামি।