
বাবলু প্রামানিক, ওঙ্কার বাংলা: সম্প্রতি ওড়িশা থেকে আসা বাঘিনী জিনাত তাণ্ডব চালিয়েছিল জঙ্গলমহলে। যদিও পরে তাকে ধরতে সক্ষম হয় বন দফতর। জিনাতের আতঙ্কে তটস্থ ছিল জঙ্গলমহলের বাসিন্দারা। এবার নতুন করে বাঘের আতঙ্ক দক্ষিণ ২৪ পরগনার কুলতলিতে। গ্রামে এসে গৃহস্থের বাড়িতে বাঘ ঢুকে পড়েছে বলে জানা গিয়েছে।
আরও জানা গিয়েছে, কুলতলির মৈপীঠ কোস্টাল থানার গুড়গুড়িয়া ভুবনেশ্বরী অঞ্চলের বাসিন্দা জন্মেঞ্জয় গিরি। শনিবার রাতে বাঘ তাঁদের বাড়িতে ঢুকে পড়ে বলে জানিয়েছেন আতঙ্কিত জন্মেঞ্জয়ের পরিবারের সদস্যরা। রাত আটটা নাগাদ বাড়ির মধ্যে ঢুকে পড়ে দখিনরায়।
বাড়িতে ঢুকে বিশ্রাম নেওয়ার পাশাপাশি হুঙ্কার দিতে থাকে বাঘ। আতঙ্ক ছড়ায়। পরিবারের সদস্য দেবিকা গিরি বলেন, হঠাৎ বাসন পড়ার শব্দ শুনে বাইরে এসে দেখি কেউ পালিয়ে যাচ্ছে। এরপর আলো জ্বালিয়ে দেখতে পাই বাঘের নখের আঁচড়। বাড়ির পাশের জঙ্গলেও বাঘের পায়ের ছাপ দেখা গিয়েছে।