
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ বনাম নেদারল্যান্ড ম্যাচের ৪৮ ঘন্টা আগেই দুর্ঘটনা ঘটল ইডেনে। ইডেন গার্ডেন স্টেডিয়ামের ৩ নম্বর গেটে গাড়ি ঢুকতে গিয়ে গেটের প্রাচীল ও দেওয়াল ভেঙে যায়। তড়িঘড়ি সিএবির লোকেরা পরিস্থিতি সামাল দিয়ে প্রাচীল মেরামত করার কাজ শুরু করে। আদৌ ম্যাচের আগে করা সম্ভব হবে কিনা সেটা নিশ্চিত নয়। এদিন কলকাতা পুলিশের নগরপালও ইডেন পরিদর্শন আসেন। তিনিও ইডেনের নিরাপত্তা দেখে বেশ অবাক। সিএবি কর্তাদের খামখেয়ালি পানা নিরাপত্তার অভাব আইসিসির কাছে মুখ পুড়িয়ে দিল সেটা বলাই বাহুল্য। এদিন আবার ফের ইডেনের বাইরে মেম্বাররা টিকিট না পেয়ে বিক্ষোভ দেখান।