
নিজস্ব সংবাদদাতা, ওঙ্কার বাংলাঃ শুক্রবার সাতসকালে শিয়ালদহ-বনগাঁ শাখায় ট্রেন পরিষেবা ব্যাহত। যার জেরে ভোগান্তির শিকার যাত্রীরা। প্রতিটি স্টেশনে যাত্রী অসন্তোষ। এমনকী তিতিবিরক্ত হয়ে ট্রেনের চালককে মারধরের চেষ্টার অভিযোগও উঠল এক যাত্রীর বিরুদ্ধে।
রেল সূত্রে জানা গিয়েছে, এদিন ভোর সাড়ে ৫টা নাগাদ বারাসতে পয়েন্ট সিগন্যালে সমস্যা দেখা দেয়। আর সিগন্যালের গোলমালের জন্য ট্রেন পরিষেবা ব্যাহত হয়। বন্ধ হয়ে যায় বনগাঁ-শিয়ালদহ লাইনে আপ এবং ডাউনের ট্রেন চলাচল। বাতিল হয় আরও বেশ কয়েকটি ট্রেন। সূত্রের খবর, বনগাঁ থেকে শিয়ালদহগামী দ্বিতীয় ট্রেন বামনগাছি স্টেশনে এসে দাঁড়িয়ে যায়। দীর্ঘ সময় ট্রেন দাঁড়িয়ে থাকার কারণে বামনগাছি স্টেশনে ওই ট্রেনের চালককে মারধরের চেষ্টা করার অভিযোগ ওঠে এক যাত্রীর বিরুদ্ধে। কিন্তু ট্রেনের অন্য যাত্রীরা পাল্টা ওই যুবককেই মারধর করেন বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। পরে রেল পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এদিকে প্রায় ঘণ্টাদু’য়েক বাদে সিগন্যাল সমস্যা মিটিয়ে বনগাঁ লাইনে ফের ট্রেন চলাচল শুরু হয়। কিন্তু সব ট্রেনই প্রায় ১ থেকে দেড় ঘণ্টা দেরিতে চলছে। ফলে অফিস টাইমে যাত্রীদের ভোগান্তি শেষ নেই ।