
ওঙ্কার ডেস্ক:”শান্তনু ঠাকুর মতুয়াদের ব্ল্যাকমেইল করে মন্ত্রীত্ব পেয়েছেন। কিন্তু এখন মতুয়ারা তার সঙ্গে নেই” বনগাঁ লোকসভায় নির্দল প্রার্থী হয়ে ভোটে দাঁড়াবার পর এমনই দাবি করলেন শান্তনু ঠাকুরের প্রাক্তন আপ্ত সহায়ক কল্যাণ সরকার | উল্লেখ্য কল্যাণ সরকার বনগাঁ লোকসভায় নির্দল প্রার্থী হয়ে ভোটে দাঁড়িয়েছেন ।তিনি নিজেকে বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরের প্রাক্তন আত্ম সহায়ক বলেও জানিয়েছেন সংবাদ মাধ্যমকে। এছাড়াও তিনি দাবি করেন শান্তনু ঠাকুর এলাকার কোন উন্নয়ন করেননি | মানুষের আপদে-বিপদে পাশে থাকেন নি | তাই শান্তনু ঠাকুর এবার জেতার মতো জায়গায় নেই ,এছাড়াও তিনি দাবি করেছেন বেশিরভাগ বিজেপি সমর্থক তার পাশে রয়েছেন।তাই বনগাঁ কেন্দ্রে তিনিই জিতবেন।তবে এই নির্দল প্রার্থী চেনেন না বলে দাবি করেছেন বিজেপি প্রার্থী সান্তনু ঠাকুর।