
অনুপ রায়,হাওড়া:সরকারি কর্মীরা কর্মক্ষেত্রে সুরক্ষিত নন , তাই তারা ইনসাফ যাত্রায় অংশগ্রহণ করেছেন।সরকারি কর্মচারীদের নিয়ে এমনই বিস্ফোরক মন্তব্যের করলেন ডি ওয়াই এফ আই নেত্রী মীনাক্ষী মুখার্জী। সোমবার সকালে মানিকপুরে ইনসাফ যাত্রায় অংশ নিয়ে ডি ওয়াই এফ আই নেত্রী বলেন সরকারি কর্মীরা নিজেরাই নিজেদের কর্মস্থলে সুরক্ষিত নয়। এবং বিভিন্ন অন্যায়ের শিকার হচ্ছেন। তাই তারা ইনসাফ যাত্রায় যোগ দিয়েছেন।এছাড়া মহুয়া মিত্র ইস্যুকে গুরুত্ব না দিয়ে বলেন , সাধারণ মানুষের সমস্যা নিয়ে আলোচনা করার মতো বিভিন্ন বিষয় রয়েছে।এই ইস্যুকে গুরুত্ব দেওয়ার মতো কিছু নেই।পাশপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায় এর নবজোয়ার যাত্রার সঙ্গে ইনসাফ যাত্রার তুলনা প্রসঙ্গে বলেন DYFI জন্ম লগ্ন থেকেই পদযাত্রা করছে।আমাদের সঙ্গে একটাও পুলিশ নেই।আমরা জন সাধারণের জন্য এই পদযাত্রা করছি।
উল্লেখ্য হাওড়ার মানিকপুর থেকে ইনসাফ যাত্রা থেকে পৌঁছায় ডোমজুড়ে ।এই অনুষ্ঠানে মীনাক্ষী মুখোপাধ্যায় ছাড়াও উপস্থিত ছিলেন একাধিক DYFI নেতা ও কর্মী সমর্থকরা।এদিনের যাত্রায় সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।