
ওয়েব ডেস্ক: সোমবার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। ভারতীয় সময় রাত সাড়ে দশটায় শপথ নেবেন তিনি। শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। প্রসঙ্গত, ৪৭তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে এদিন শপথ নেবেন ট্রাম্প। এর আগেও ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্টের দায়িত্বভার সামলেছেন।
সূত্রের খবর, মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যাপিটল ভবনে ট্রাম্পের শপথগ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিশ্বের নানা দেশ থেকে অতিথিরা হাজির থাকবেন শপথগ্রহণ অনুষ্ঠানে। চিনের উপ-রাষ্ট্রপতি, জাপান ও অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী উপস্থিত থাকছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের তিনজন প্রাক্তন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন, জর্জ ডব্লিউ বুশ এবং বারাক ওবামা শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
সূত্রের খবর, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত উদ্যোগে ওয়াশিংটনে আয়োজিত ভোজসভায় আমন্ত্রণ জানানো হয়েছে বিশিষ্ট শিল্পপতি মুকেশ আম্বানি এবং তাঁর স্ত্রী নীতা আম্বানিকে। অন্যদিকে, এদিন ট্রাম্পের শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন টেসলা এবং স্পেস এক্সের সিইও এলন মাস্ক, অ্যামাজনের সহ-প্রতিষ্ঠাতা জেফ বেজোস এবং মেটার সিইও মার্ক জুকারবার্গ।
৪০ বছর পরে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প মার্কিন মুলুকের ক্যাপিটল ভবনে শপথ নিতে চলেছেন। ৪০ বছর পরে এই প্রথম মার্কিন মুলুকের প্রেসিডেন্ট খোলা জায়গার পরিবর্তে ক্যাপিটল ভবনের অন্দরে শপথ নেবেন। কারণ হিসেবে জানা গিয়েছে, শৈত্যপ্রবাহের জন্যে এই সিদ্ধান্ত।
সূত্রের খবর, এদিন ভাইস-প্রেসিডেন্ট হিসেবে প্রাক্তন সেনেটর জেডি ভানস শপথ নিতে চলেছেন একই মঞ্চে। ট্রাম্প শপথ নেওয়ার পরই ভাইস-প্রেসিডেন্ট শপথগ্রহণ করবেন তিনি। এদিন মার্কিন মুলুকের প্রেসিডেন্ট এবং ভাইস-প্রেসিডেন্টের জমকালো শপথগ্রহণ অনুষ্ঠানে একঝাঁক বিশিষ্ট ব্যক্তিত্ব উপস্থিত থাকবেন। উল্লেখ্য, ট্রাম্পের শপথগ্রহণ অনুষ্ঠানের ব্যয়ভার বহন করবে ডোনাল্ড ট্রাম্প উদ্বোধনী কমিটি।