
ওঙ্কার ডেস্ক: কানাডার ভ্যাঙ্কুভারে লাপু লাপু ডে উৎসবের ভিড়ে গাড়ি চালিয়ে দিল এক ব্যক্তি। এই ঘটনায় বহু মানুষের হতাহতের আশঙ্কা করা হচ্ছে। যদিও পুলিশের তরফে আহত ও নিহতের নির্দিষ্ট সংখ্যা জানানো হয়নি এখনও। ইতিমধ্যে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রে খবর, ফিলিপিনো সম্প্রদায়ের লাপু লাপু ডে উৎসব চলছিল ভ্যাঙ্কুভারে। সেই উৎসবে অংশ নিয়েছিলেন বহু মানুষ। স্থানীয় সময় শনিবার রাত ৮ টার কিছুক্ষণ পরেই সেই উৎসবের ভিড়ের মধ্যে এক ব্যক্তি এসইউভি গাড়ি চালিয়ে দেয়। এই ঘটনায় বেশ কয়েকজন নিহত এবং আহত হয়েছেন। ঘটনাস্থলে থাকা এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘এটা সত্যিই ভয়াবহ ছিল’। তিনি বলেন, গাড়িটি সোজা ভিড়ের মধ্য দিয়ে চলে যায়। পুলিশ জানিয়েছে, এই ঘটনার পর ওই শহরের বাসিন্দা ৩০ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তবে এটি কোনও সন্ত্রাসী কর্মকাণ্ড নয় বলে নিশ্চিত করেছে পুলিশ। ধৃত ব্যক্তির কোনও অপরাধমূলক কর্মকাণ্ডের ইতিহাস রয়েছে কি না তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
লাপু লাপু উৎসবের আয়োজক ফিলিপিনো বিসি নামের সংগঠনটি এই ঘটনার পর শোকপ্রকাশ করেছে। সংবাদ মাধ্যমকে ওই সংগঠন বলেছে, ‘এই গভীর হৃদয়বিদারক পরিস্থিতি প্রকাশের আমরা ভাষা খুঁজে পাচ্ছি না।’ ভ্যাঙ্কুভারের মেয়র কেন সিম বলেন, ‘লাপু লাপু ডে উৎসবে এমন মর্মান্তিক ঘটনায় আমরা মর্মাহত, ব্যথিত।’
লাপু লাপু ডে উৎসব কী? এটি হল ফিলিপিন্সের জাতীয় বীর দাতু লাপু লাপুর স্মরণে স্থানীয় ফিলিপিনো সম্প্রদায় উৎসব। কানাডার ব্রিটিশ কলোম্বিয়া প্রদেশে ২৭ এপ্রিল এই উৎসব আয়োজিত হয়ে থাকে। হাজার হাজার মানুষ এই উৎসবে অংশ নেন।