
নিজস্ব প্রতিনিধি, কলকাতাঃ নিয়োগ দুর্নীতি মামলায় তদন্তের সময়সীমা বেঁধে দিল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে কত দূর এগিয়ে তা জানতে চায় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের বিচারপতি সৌমেন সেন। এজলাসেই বিচারপতির কড়া নির্দেশ, আগামী ৩১ ডিসেম্বর মাসের মধ্যে শেষ করতে হবে নিয়োগ দুর্নীতি মামলা।
উলেখ্য, নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন তুলেছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং অমৃতা সিনহা। তদন্তকারী সংস্থার ভূমিকায় ক্ষুব্ধ হয়ে ইডির তদন্তকারী আধিকারিক মিথিলেশ কুমারকে তদন্ত প্রক্রিয়া থেকেই সরিয়ে দিয়েছিলেন বিচারপতি অমৃতা সিনহা। এবার বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ ইডিকে বেঁধে দিল তদন্তের সময়সীমা। যা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।