
গোপাল শীল,দক্ষিণ চব্বিশ পরগনা:ফের আইএসএফে ভাঙন । এবার কয়েকশো আইএসএফ কর্মী যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। শুক্রবার সকালে ভাঙড়ের ভগবানপুর গ্রাম পঞ্চায়েত এলাকার নাটাপুকুর ৬১ নং বুথ থেকে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন কয়েকশো তৃনমূল কর্মী। এলাকার তৃণমূল কংগ্রেস নেতা খইরুল ইসলামের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন তারা।যোগদানের বিষয়ে আইএসএফ কর্মী আরসাদ সাঁফুই জানান, নিজেদের ভুল বুঝে আবারও তৃণমূল কংগ্রেসে ফিরে এলাম। এলাকায় উন্নয়ন করতে হলে তৃণমূলের সঙ্গে থাকতে হবে।
তৃণমূল নেতা খইরুল ইসলাম বলেন, পঞ্চায়েত ভোটের পর সাধারণ মানুষ বুঝেছে আইএফএফের সঙ্গে থাকলে কোন উন্নয়ন হবে না। সেকারণেই আবার সবাই তৃণমূলে ফিরছে।। সকলকে নিয়েই আগামীদিনে উন্নয়নের কাজ করা হবে।উল্লেখ্য পঞ্চায়েত ভোটের পর থেকেই ভাঙড় জুড়ে আই এস এফে ভাঙন দেখা যায়। তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার প্রবণতা দেখা যায় আইএসএফের কর্মী সমর্থকদের মধ্যে। সেই ধারা বজায় রেখেই শুক্রবার কয়েকশো আইএসএফ কর্মী যোগ দিলেন তৃণমূলে।