
গোপাল শীল ,ভাঙড়: বেশ কয়েকদিন ধরে ভাঙড়ে তৃণমূল এবং আইএসএফ-এর কর্মীদের মধ্যেa সংঘর্ষ চলছে। তার মধ্যেই লোকসভা ভোটের মুখে ভাঙড়ে ভাঙন আইএসএফে, ১০০ জন ISF কর্মী, আইএসএফ ছেড়ে তৃণমূল কংগ্রেসের বিধায়ক শওকত মোল্লার হাত ধরে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে।
রবিবার ভাঙড় এক নম্বর ব্লকের বড়ালী এলাকায় তৃণমূল কংগ্রেসের একটি কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয় ,আর সেই সম্মেলনে উপস্থিত ছিলেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা সহ তৃণমূল নেতা শাহাজান মোল্লা সহ অন্যান্যরা । এই কর্মী সম্মেলনে বিধায়ক শওকত মোল্লার হাত ধরে প্রায় ১০০ জন আইএসএফ কর্মী আইএসএফ ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেন।
ভোটের সময় লড়াই করেও ভাঙড়ে কোনো রকম উন্নয়ন না দেখতে পাওয়ায় আইএসএফ ছেড়ে তৃণমূল কংগ্রেসে আইএসএফ কর্মীরা যোগদান করলেন বলে জানা গিয়েছে।