
প্রশান্ত দাস, মালদা : ১৯-এ এপ্রিল থেকে শুরু হচ্ছে লোকসভা ভোট। হাতে আর মাত্র কটা দিন। সাধারণ মানুষের মনে জায়গা করে নিতে তাই জোরকদমে প্রচার চালাচ্ছেন প্রার্থীরা. কেউ কাউকে একচুল জমি ছাড়তে নারাজ. শনিবার সকাল থেকেই কোমর বেঁধে প্রচারে নেমে পড়েছেন মালদা দক্ষিণের বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী ইশা খান চৌধুরী। ইংরেজবাজার শহরে ভোট প্রচার করলেন তিনি. রাস্তায় মিছিলের পাশাপাশি দোকানে দোকানে গিয়ে জনসংযোগও করেন ইশা. তাঁকে মালা পরিয়ে স্বাগত জানালেন এলাকার কর্মী সমর্থকেরা. ইশা খান চৌধুরীর সমর্থনে এই মিছিলে কর্মী সমর্থকের পাশাপাশি সাধারণ মানুষের ভিড়ও ছিল চোখে পড়ার মতো