
বিক্রমাদিত্য বিশ্বাসঃ ইসলামপুরে দুষ্কৃতীদের হামলায় নিহত বিজেপির নগর মণ্ডলের যুব সম্পাদক অসীম সাহা। এই ঘটনায় প্রতিবাদে ফেটে পড়েন বিজেপি কর্মী সমর্থকেরা। জাতীয় সড়ক অবরোধ করে, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। ব্যাপক যানজটের সৃষ্টি হয়। দাড়িয়ে পড়ে দূরপাল্লার শতাধিক গাড়ি। ঘটনাস্থলে এসে ইসলামপুর থানার পুলিশ অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতারের আশ্বাস দিলে আধ ঘণ্টা পর অবরোধ তুলে নেন বিজেপি নেতা কর্মীরা।
প্রসঙ্গত এদিন সকালে দুস্কৃতীর ছুরির আঘাতে গুরুতর জখম হন অসীম সাহা। তাঁকে শিলিগুড়িতে স্থানান্তরিত করা হলে সেখানে তাঁর মৃত্যু হয়। এই মৃত্যুর ঘটনায় উত্তাল হয়ে ওঠে ইসলামপুর শহর। অসীম সাহা ইসলামপুর শহরের নগর মন্ডলের যুব সম্পাদক ছিলেন। তাঁর মৃত্যু সংবাদ আসার পরেই ইসলামপুর বিজেপির পক্ষ থেকে জাতীয় সড়ক অবরোধ করা হয়। পরে আধ ঘণ্টা পর অবরোধ উঠে যায়।