
প্রদীপ মাইতি,কাঁথি: বৃহস্পতিবার কাঁথি লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী উত্তম বারিকের সমর্থনে প্রচার করলেন তারকা ক্রিকেটার ইউসুফ পাঠান। এদিন কাঁথি লোকসভা কেন্দ্রের পটাশপুর এলাকায় প্রচার করেন বহরমপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী ইউসুফ পাঠান। এদিন তিনি পটাশপুর ২ নম্বর ব্লকের আড়গোয়াল গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রচার করেন তিনি। এদিন প্রথমে আড়গোয়ালের জব্দা রাস মেলার ময়দানে হেলিকপ্টারে অবতরণ করেন ইউসুফ পাঠান। এরপর কাঁথি লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী উত্তম বারিক ও তৃণমূল নেতৃত্বদের সঙ্গে নিয়ে প্রচারে নামের তিনি। এদিন জব্দা থেকে আড়গোয়াল পর্যন্ত পথ একটি পথসভা হয়। রাস্তা দু’ধারে তৃণমূল কর্মী সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো