
অমিত দাস,কলকাতা : যাদবপুরে ছাত্রের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় তোলপাড় বাংলার পরিস্থিতি। সামনে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। এবার যাদবপুরের ছাত্র মৃত্যুর প্রসঙ্গ টেনে বিজয়ওড়ার ইঞ্জিনিয়ারিং কলেজের হোস্টেলে মেদিনীপুরের ছাত্রের রহস্য মৃত্যু নিয়ে মামলা দায়ের হল কলকাতা হাই কোর্টে। চলতি বছর মেদিনীপুর কলেজিয়েট স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে সৌরদীপ। সে পেয়েছিল ৭৫ শতাংশ নম্বর। তারপরই অন্ধপ্রদেশের কে এল বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হয় সৌরদীপ চৌধুরী। সেখানেই তাঁর রহস্যমৃত্যুর অভিযোগে মামলা হয়। পরিবারের প্রাথমিক অনুমান, ব়্যাগিংয়ের কারণেই তাদের ছেলের মৃত্যু হয়েছে। ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে হাই কোর্টের দ্বারস্থ মৃত ছাত্রের পরিবার। আগামী সপ্তাহে বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।