
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: র্যাগিংয়ের ক্ষত জড়িয়ে আছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে। মেন হস্টেলের তেতলা থেকে পড়ে প্রথম বর্ষের নবাগত ছাত্র মৃত্যুর স্মৃতি এখনও দগদগে। এই পেক্ষাপটে অবশেষে র্যা গিং নামক ব্যাধি নিয়ন্ত্রণে আনতে কড়া পদক্ষেপ নিচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের অ্যান্টি র্যা গিং কমিটির বৈঠক হয়। এই বৈঠকে র্যা গিংয়ে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা কার্যকর করতে নতুন কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অ্যান্টি র্যা গিং কমিটির সিদ্ধান্ত, র্যা গিংয়ে যাঁরা জড়িত, বিশ্ববিদ্যালয়ে তাঁদের পঠনপাঠন চললেও পরীক্ষার ফলাফলের মার্কশিট তাঁদের দেওয়া হবে না। ফলে যাদবপুর থেকে বেরিয়ে কারও নতুন চাকরিতে যোগদান সহজ না-ও হতে পারে বলে মনে করা হচ্ছে। গত সপ্তাহে বিশ্ববিদ্যালয় পরিস্থিতি নিয়ে আলোচনায় বসে যাদবপুরের অ্যান্টি র্যা গিং কমিটি। তখনই যাদবপুরে র্যা গিংয়ে জড়িতদের মার্কশিট আটকে রাখার কথা ভাবা হয়।২০২৩-এর ১০ অগস্ট যাদবপুরের মেন হস্টেলের তিন তলা থেকে পড়ে এক ছাত্রের মৃত্যু হয়েছিল। অ্যান্টি র্যা গিং স্কোয়াড ও অ্যান্টি র্যা গিং কমিটির সুপারিশে ৩২ জন পড়ুয়াকে শো-কজ় চিঠি পাঠান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ৩২ জনের মধ্যে ১৪ জনের বিরুদ্ধে পকসো আইনে মামলা চলছে। আলিপুর কোর্টে।