
নিজস্ব সংবাদদাতা, ওঙ্কার বাংলা : বুধবার বিকেল ৪টে পর্যন্ত সময় বেঁধে দিয়েছে যাদবপুরের আন্দোলনরত ছাত্রছাত্রীরা। তার মধ্যেই তাঁদের সঙ্গে কথা বলতে হবে উপাচার্যকে। নাহলে বৃহত্তর আন্দোলনের হুমকি। এমন পরিস্থিতিতে অসুস্থ হয়ে পড়লেন যাদপুরের উপাচার্য ভাস্কর গুপ্ত। তাঁকে চটজলদি হাসপাতালে ভর্তি করতে হয়েছে। পরিবারের তরফে জানানো হয়েছে, শনিবারের পর থেকেই অসুস্থ হয়ে পড়েছিলেন ভাস্কর। সকালের দিকে তাঁর রক্তচাপ আরও বেড়ে যায়। মস্তিষ্কে রক্তক্ষরণের আশঙ্কা রয়েছে। ওষুধে কোনও কাজ না হওয়ায় শেষমেশ তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
উপাযার্যের চিকিৎসক অরিন্দম বিশ্বাস জানিয়েছেন ‘‘তাঁর রক্তচাপ ওঠানামা করছে। ওষুধ দিয়েও তা নিয়ন্ত্রণে আনা যাচ্ছিল না। যেহেতু বছর কয়েক আগে এক বার তাঁর সেরিব্রাল অ্যাটাক হয়ে গিয়েছে, তাই কোনো টালবাহনা না করে হাসপাতালে ভর্তি করে নিয়েছি।’’
এদিকে মঙ্গলবার রাত থেকেই বিশ্ববিদ্যালয়ের অরবিন্দ ভবনের সামনে অবস্থানে বসে রয়েছেন পড়ুয়ারা। বুধবার বিকেল ৪টে পর্যন্ত সময় দেওয়া হয়েছে উপাচার্যকে। তবে এই অবস্থায় বুধবারও যে উপাচার্য বিশ্ববিদ্যালয়ে আসছেন না তা নিশ্চিত। বিশ্ববিদ্যালয়ে বিশৃঙ্খল পরিস্থিতির পরে শনিবার রাতে আহতদের দেখতে হাসপাতালে গিয়েছিলেন উপাচার্য। সেখানে তাঁকে পড়ুয়াদের বিক্ষোভের মুখে পড়তে হয়। উপাচার্যের পাঞ্জাবিও ছিঁড়ে দেওয়া হয় বলে অভিযোগ। তারপরই তাঁর অসুস্থতার খবর মেলে। তাঁর যে শরীর ভালো নেই তা মঙ্গলবার তিনি নিজেই জানিয়েছিলেন। বলেছিলেন, ডাক্তার তাঁকে বিশ্রাম নিতে বলেছেন। তাই ডাক্তারের ছাড়পত্র পেলে তিনি আবার বিশ্ববিদ্যালয়ের কাজে যোগ দিতে পারবেন।