
শুভাশিস ঘোষ, যাদবপুর: যাদবপুরে ছাত্রের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় তোলপাড় বাংলার পরিস্থিতি। সামনে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। মঙ্গলবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেন ক্যাম্পাসে আসেন রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু। এদিন সংবাদমাধ্যমের সামনে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের ঘটনার প্রেক্ষিতে যে রিপোর্ট পেশ করতে বলা হয়েছে তা তৈরি করা হচ্ছে। পাশাপাশি তিনি এও জানান, অন্যান্য বছরের মতো এবছরও ইয়ুথ ফেস্টিভ্যালের জন্য যাদবপুর বিশ্ববিদ্যালয় কে নির্বাচন করা হয়েছে এবং এ প্রসঙ্গে ইউজিসির তরফ থেকে মেল এসেছে।
এদিন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য বুদ্ধদেব সাউ সংবাদ মাধ্যমের সামনে জানান মানবাধিকার কমিশনকে নথি দেওয়ার জন্য রিপোর্ট তৈরি করা হচ্ছে। পাশাপাশি তিনি আরও জানান, ইউজিসি থেকে একটি নতুন চিঠি এসেছে।
এর পাশাপাশি মঙ্গলবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জানান এখনও পর্যন্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনার অর্থাৎ ইউজিসির আসার কোন কথা জানানো হয়নি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে।