
সাধনা মিস্ত্রি,যাদবপুর : বৃহস্পতিবার লালবাজারে হাজিরা দিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ডিন অফ স্টুডেন্টস রজত রায়। জানা গেছে, ডিন অফ স্টুডেন্টসকে লালবাজারে জিজ্ঞাসাবাদ করেন কলকাতা পুলিশের জয়েন সিপি ক্রাইম। জিজ্ঞাসাবাদ পর্বে রয়েছেন অ্যাসিস্ট্যান্ট কমিশনার,হোমিসাইড শাখার অ্যাসিস্ট্যান্ট ইনচার্জ সহ অন্যান্য উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা। প্রসঙ্গত,বুধবার লালবাজারে জিজ্ঞাসাবাদ করার জন্য ডাকা হয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও ডিন অফ স্টুডেন্টস রজত রায়কে। বুধবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু লালবাজারে হাজিরা দিলেও যাননি ডিন অফ স্টুডেন্টস। প্রায় ২৪ ঘন্টা পর বৃহস্পতিবার লালবাজারে হাজিরা দিলেন ডিন অফ স্টুডেন্টস রজত রায়। প্রসঙ্গত,যাদবপুরে ছাত্র মৃত্যুর ঘটনায় প্রথম থেকেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের গাফিলতির অভিযোগ উঠেছে। একের পর এক সামনে এসেছে চাঞ্চল্যকর তথ্য। প্রশ্ন উঠেছে ডিন অফ স্টুডেন্টস এর ভূমিকায়ও। এরপরই রজত রায়কে জিজ্ঞাসাবাদ যাদবপুরে মৃত্যুর ঘটনায় যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মত বিশ্লেষকদের।