
নিজস্ব সংবাদদাতা,ওঙ্কার বাংলা: প্রতিবাদ কর্মসূচীতেও রাজনীতির ছোঁয়া। স্বপ্নদ্বীপ কুন্ডুর অস্বাভাবিক মৃত্যুর প্রতিবাদকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস চত্বরে। সংঘর্ষে জড়ালেন তিন ছাত্র সংগঠনের সদস্যরা।
সূত্রের খবর, এই ধস্তাধস্তিতে আহত হয়েছেন টিএমসিপির বেশ কয়েকজন সদস্য । আহত হন তৃণমূল ছাত্র পরিষদের নেত্রী রাজন্যা হালদার ।তাদের কেপিসি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাস্থলে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন তৃণাঙ্কুর ভট্টাচার্য,রাজন্যা হালদার। ডেপুটেশন জমা দিতে এসে আক্রান্ত হতে হয়েছে বলে আমাদের প্রতিনিধিকে জানিয়েছিলেন রাজন্যা হালদার। তাদের টেনে হিঁচড়ে ফেলে দেওয়া হয়েছে বলে জানিয়েছিলেন তিনি।
স্লোগান পাল্টা স্লোগান কে কেন্দ্র করে যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরে এদিন তুলকালাম পরিস্থিতি তৈরি হয়। পরবর্তীতে তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য অরবিন্দ ভবনের দেওয়ালে তাদের দাবিপত্র আটকে দেন বলে জানা গিয়েছে।