
নিজস্ব প্রতিনিধি: রাজ্যের দায়ের করা যাদবপুরের অস্থায়ী উপাচার্য নিয়োগ মামলায় রাজ্যপাল সিভি আনন্দ বোস কে পার্টি করার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট । ২ সপ্তাহ পর মামলাটির শুনানি হবে। সোমবার শীর্ষ আদালতে মামলাটি ওঠে। উল্লেখ্য
রাজ্যের সঙ্গে আলোচনা না করে একতরফাভাবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ করেছেন রাজ্যপাল বোস । এই অভিযোগ তুলে ,রাজ্যপালের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার। সোমবার সেই মামলাটি গৃহীত হয় সুপ্রিম কোর্টে । রাজ্যের তরফে অভিষেক মনু সিংভি সওয়াল করে বলেন , রাজ্যকে এড়িয়ে গিয়ে বেআইনিভাবে যাদবপুরের উপাচার্য নিয়োগ করা হয়েছে । এই মামলায় রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে পার্টি করার কথা বলা হয়েছে সুপ্রিম কোর্টের তরফে। পাশাপাশি সব পক্ষকে এই মামলায় আগামী ২ সপ্তাহের মধ্যে নোটিশ দিতে বলা হয়েছে। দু সপ্তাহ পরে এই মামলার শুনানি হবে সুপ্রিম কোর্টে।
নিজস্ব প্রতিনিধি