
সাধনা মিস্ত্রী, কলকাতা: র্যাগিং মুক্ত ক্যাম্পাসের লক্ষ্যে সোমবার গন কনভেনশন করে এপিডিয়ার মানবাধিকার সংগঠন। সোমবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এইচ এল রায় মেমোরিয়াল হলে গন কনভেনশন করে এপিডিয়ার মানবাধিকার সংগঠন। র্যাগিং মুক্ত ক্যাম্পাসের লক্ষ্যে সোমবার গন কনভেনশন করে এপিডিয়ার মানবাধিকার সংগঠন। সোমবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এইচ এল রায় মেমোরিয়াল হলে গন কনভেনশন করে এপিডিয়ার মানবাধিকার সংগঠন। সেখানে প্রধান বক্তা হিসেবে ছিলেন অধ্যাপক অনুপম বসু, ডঃ অর্ণব সেনগুপ্ত, ড: সায়ন্তন ব্যানার্জি, সাংবাদিক প্রণয় শর্মা, মানবাধিকার কর্মী রঞ্জিত সুর, সহ বিশিষ্টজনেরা। যাদবপুর ছাত্র মৃত্যুর ঘটনায় দিনের পর দিন ধরে চলছে প্রতিবাদ মিছিল। এবার র্যাগিং এ আক্রান্ত স্বপ্নদ্বীপ ও ফাইজানের হত্যার বিচার, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং র্যাগিং এর ঘটনা তদন্তের রিপোর্ট প্রকাশ্যে আনার দাবিতে গণ কনভেনশন করল এপিডিআর। এ বিষয়ে রঞ্জিত সুর বলেন, যারা র্যাগিং করেছে তারাও সমাজের বাসিন্দা। ফলে এই অপরাধের জন্য তাদের শুধুমাত্র যে দৃষ্টান্তমূলক শাস্তি হবে তা নয়, আগামী দিনে অপরাধীদের একজন ভালো মানুষ হয়ে ওঠার পাঠ শেখাবে এপিডিয়ার। একাধারে যাদবপুর ছাত্র মৃত্যুর ঘটনাকে সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দলগুলি নিজেদের প্রচার চালিয়ে যাচ্ছে, তার বিরুদ্ধেও জনমত তৈরি করতে হবে জানালেন মানবাধিকার কর্মী।