
তামসী রায় প্রধান, কলকাতাঃ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তৃণমূল ছাত্র পরিষদের সভাপতির দায়িত্ব দেওয়া হল রাজন্যা হালদারকে। সঞ্জীব প্রামাণিককে করা হল চেয়ারপার্সন। উনি বর্তমানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইউনিট পর্যবেক্ষক। দক্ষিণ ২৪ পরগনায় টিএমসিপি-র সহ-সভাপতির দায়িত্বে রয়েছে রাজন্যা। শুক্রবার রাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজন্যা হালদারকে করা হয় ইউনিট সভাপতি করা হয় বলে খবর।
রাজনীতির আঙিনায় রাজন্যার আত্মপ্রকাশ ঘটে তৃণমূলের একুশের জুলাই এর শদিহমঞ্চে। নিজের জ্বালাময় ভাষণে মন কেড়েছিলেন ঘাসফুল শিবিরের। সুত্র বলছে, তৃণমূল সুপ্রিমো নিজে তাকে একুশের মঞ্চে ভাষণ দেওয়ার জন্য বলেছিলেন। তবে রাজন্যার দাবি, রাজনীতিতে তার হাতেঘড়ি ২০১৭ সালে।
রাজন্যা, প্রেসিডেন্সি থেকে স্নাতক হওয়ার পর বর্তমানে তিনি পিএইচডি করছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘জয়ী’ ব্যান্ডের একজন সদস্যাও। প্রসঙ্গত, রাজন্যাকে নিয়ে ইতিমধ্যেই একাধিক প্রশ্ন তুলেছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একাংশ পড়ুয়া। অন্যদিকে নিন্দুকেরা দাবি করছেন একুশের মঞ্চে মমতা বন্দনা করার পুরস্কার দিয়েছে শাসকদল