
গোপাল শীল, ওঙ্কার বাংলা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি ছাপিয়ে ভুয়ো লটারির কুপন বিক্রি করে কোটি টাকা তোলার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। শুধু তাই নয়, ওই লটারির কুপন ছাপানো হয়েছে তৃণমূল কংগ্রেসের মুখপত্র ‘জাগো বাংলা’র নামে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তির নাম চন্দন দাস। পেশায় তিনি খবরের কাগজ বিক্রেতা। দক্ষিণ ২৪ পরগনার নোদাখালি থানার বাওয়ালি এলাকার চকমানিক গ্রামের বাসিন্দা ওই অভিযুক্ত। তাঁর বিরুদ্ধে অভিযোগ, অসৎ উপায়ে টাকা উপার্জনের জন্য ‘জাগো বাংলা’র নামে ভুয়ো লটারির টিকিটে তিনি মুখ্যমন্ত্রী ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি ব্যবহার করেছেন। আর সেই কুপন বিক্রি করে বিভিন্ন উপহারসামগ্রী দেওয়ার প্রলোভন দেখিয়ে কোটি টাকা তুলেছেন মানুষের কাছ থেকে। যার সঙ্গে তৃণমূল কংগ্রেস বা জাগো বাংলা কর্তৃপক্ষের কোনও যোগ নেই।
বিষয়টি জানতে পেরে রাজ্য পুলিশের শীর্ষ মহল নির্দেশ দেয় সুন্দরবন পুলিশ জেলার সুপার কোটেশ্বর রায়কে। তাঁর তৎপরতায় কুলপি থানার পুলিশ ডায়মন্ড হারবার এলাকা থেকে চন্দন দাসকে গ্রেফতার করে। ধৃতকে রবিবার ডায়মন্ড হারবার আদালতে তোলা হবে। এই ভুয়ো লটারি কুপন ছাপানোর সঙ্গে আর কে বা কারা জড়িত আছে তা খতিয়ে দেখছে কুলপি থানার পুলিশ।