
অরূপ পোদ্দার, শিলিগুড়ি : বিভিন্ন আচার অনুষ্ঠান মেনে শিলিগুড়িতে সাড়ম্বরে পালিত হয় ইস্কন মন্দিরের ৩৫ তম রথযাত্রা উৎসব। রথ যাত্রার সূচনা করেন শিলিগুড়ির বিশিষ্ট জনেরা। রথযাত্রা উপলক্ষে মন্দির প্রাঙ্গণে সাজো সাজো রব।
পাশাপাশি পুলিশি নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে। এদিন সকাল থেকেই নিয়ম নীতি মেনে পুজো অর্চনা করা হয়। রথের আগে ঝাড়ু দিয়ে যাত্রার সূচনা করেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। এবছর ইসকন মন্দিরের পক্ষ থেকে জগন্নাথ দেবের মাসির বাড়ি করা হয়েছে শিলিগুড়ির সূর্যনগর মাঠে। রথ বেরিয়ে শিলিগুড়ির বিভিন্ন পথ পরিক্রমা করে রচনা শেষ হয় ওই মাঠ প্রাঙ্গনে গিয়ে। এই সূর্য নগর মাঠেই উল্টো রথ পর্যন্ত চতুরহা মূর্তি বিরাজ করবেন।