
উজ্জ্বল হোড়, জলপাইগুড়িঃ উৎসবেও তিলোত্তমাকে ভোলেননি চা শ্রমিকেরা। তার নৃশংস হত্যাকাণ্ডের বিচার চেয়ে তাই উৎসবেও জোর গলায় বিচার চেয়ে চা বাগানে মশাল মিছিল করলেন চা শ্রমিক ও তাদের পরিবারের ছেলেমেয়েরা।
দুর্গোৎসবের আবহ। রাজ্যজুড়ে জেলায় জেলায় শারদীয়া উৎসব আনন্দে মাতোয়ারা মানুষ। ব্যতিক্রম নয় জলপাইগুড়িও। সেখানেও জলপাইগুড়ি করলা ভ্যালি চা বাগানে পূজো হচ্ছে। কিন্তু এই উৎসব আনন্দের মাঝেও তিলোত্তমার সাথে ঘটে যাওয়া নৃশংস ঘটনার কথা ভোলেননি তারা।একদিকে যেমন শারদ উৎসবে সামিল হয়েছেন চা শ্রমিকেরা। তেমনই একইসাথে বিচারের দাবীতে জলপাইগুড়ি করলা ভ্যালি চা বাগান জুড়ে প্রতিবাদ মিছিল করলেন শ্রমিকেরা। রাতের অন্ধকারে বুক চিরে আলোর ঝলক দাবি বিচার চাই