
উজ্জ্বল হোড়, জলপাইগুড়ি : রবিবার একুশে জুলাই উপলক্ষে ধর্মতলায় জমায়েত হবে, লক্ষাধিক তৃণমূল কর্মী সমর্থকরা। তাই শেষ মুহূর্তে জেলার বিভিন্ন জায়গা থেকে তৃণমূল কর্মীর সমর্থকেরা ধর্মতলার উদ্দেশ্যে রওনা দিয়েছেন।
ট্রেনে ভীড়, মহিলা ও বয়স্কদের কথা ভেবে ৩০ টি বাস রিজার্ভ করে প্রায় দেড় হাজার মানুষকে ধর্মতলার উদ্দেশ্যে পাঠাল জলপাইগুড়ি জেলা তৃণমূল SC, ST ও OBC সেল। এই গরমে দলীয় কর্মীদের স্বাস্থ্যের কথা ভেবে সঙ্গে মেডিকেল ব্যবস্থা থাকবে বাসে। শুধু পুরুষ এবং মহিলা নয়, ৬০ উর্ধ্ব মানুষও এই বাসে করেই ধর্মতলার উদ্দেশ্যে রওনা হলেন জলপাইগুড়ি থেকে। জেলা তৃনমুল এসসিএসটি ওবিসি সেলের তরফে ৩০ টি বাস নিয়ে জেলার প্রায় দেড় হাজার তৃণমূল কর্মী সমর্থক ট্রেনের ভরসা না করে বাসেই কলকাতা ধর্মতলা উদ্দেশ্যে শুক্রবার সন্ধ্যা ৭ টা নাগাদ রওনা দিলেন বলে জানান জলপাইগুড়ি সদর পঞ্চায়েত সমিতির সভাপতি তথা তৃণমূল নেতা বিনয় রায়। প্রসঙ্গত, এই জনসভাকে ঘিরে ধর্মতলা চত্বর ঘিরে ফেলা হয়েছে কঠোর নিরাপত্তার চাদরে। সঙ্গে রাখা হচ্ছে একাধিক মেডিক্যাল টিমও।