
উজ্জ্বল হোড়, জলপাইগুড়ি : নদীর জলে বাংলাদেশে গরুপাচার করতে গিয়ে বিএসএফের হাতে ধরা পরল পাচারকারী। উদ্ধার হয়েছে একাধিক গরু।
জানা যায়, জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের চাউলহাটি বাংলাদেশ বর্ডার এলাকায় চাওয়াই নদীর জলস্ফীতির সুযোগ নিয়েই পাচারকারীদের দল বাংলাদেশে গরু পাচারের চেষ্টা করছিল। সেই সময় বিএসএফের নজরে পরে ঘটনাটি। তড়িঘড়ি অভিযান চালিয়ে গরু পাচারের চেষ্টা বানচাল করে জাওয়ানরা। উদ্ধার করা হয়েছে ১০ টি গরু। সেই সাথে পাচারের ঘটনায় একজন ভারতীয়কে গ্রেফতার করা হয়েছে. যদিও বাকি পাচঁজন বাংলাদেশি পালাতে সক্ষম হয়।
সোমবার রাজগঞ্জ থানার পুলিশের হাতে ওই পাচারকারীকে তুলে দেয় বিএসএফের জাওয়ানরা। ধৃতের নাম আনোয়ার হোসেন । রাজগঞ্জ ব্লকের সর্দার পাড়ার বাসিন্দা। জেরার পাশাপাশি এদিন নিজ মুখেই গরু পাচারের কথা স্বীকার করে ধৃত আনোয়ার। বেরুবাড়ি গ্রাম পঞ্চায়েতের একাধিক গ্রাম থেকেই এই ১০ টি গরু বাংলাদেশে পাচার করার চেষ্টা করেছিলেন বলেও ধৃত জানায়। সবটাই টাকার লোভে। ধৃতকে আগামীকাল জলপাইগুড়ি আদালতে তোলা হবে বলে জানা গেছে।
উল্লেখ্য, বর্ষায় জলস্ফীতির সুযোগ নিয়ে চাওয়াই, করতোয়া, পাঙ্গার মতো নদীগুলিকে রুট বানিয়ে গরু পাচারের চেষ্টা করছে পাচারকারীরা। এই অভিযোগ এর আগেও এসেছিল। তবে রবিবারের ঘটনায় ফের প্রমাণ মিলল। এক্ষেত্রে বিএসএফ ও পুলিশের আরও বাড়তি নজরের দাবি অনেকের।