
উজ্জ্বল হোড়, জলপাইগুড়ি : ফের চা বাগানে ঢুকে পড়ল চিতাবাঘ। আতঙ্ক কুমলাই গ্রাম পঞ্চায়েত এলাকাযর নিদাম চা বাগানে। জানা যায়, একটি ছোট চা বাগানে ঘাপটি মেরে ছিল চিতাবাঘটি। চা বাগানের আশপাশের বাসিন্দারা ভিড় জমালেই অতর্কিতে তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে। এদিন চিতার হানায় পাঁচ জন জখম হয়েছেন। খবর পেয়ে মালবাজারের বন্যপ্রাণ স্কোয়াডের কর্মীরা ঘটনাস্থলে এসে বিরাট নেট দিয়ে এলাকাটা ঘিরে ফেলেন। এরপর ঘুম পাড়ানি গুলি ছুঁড়ে চিতা বাঘটিকে অজ্ঞান করে উদ্ধার করে বন দপ্তরের কর্মীরা। আহতদের সকলকেই মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হয়েছে। জখম ব্যক্তিদের চিকিৎসার ব্যয়ভার বন দপ্তরের পক্ষে গ্রহণ করা হয়েছে।
উল্লেখ্য, মাত্র দুই দিন আগেই মেটেলি ব্লকের বিধান নগর গ্রাম পঞ্চায়েতের মাথা চুলকা গ্রামে একইভাবে একটি চিতাবাঘ চা বাগানে ঢুকে পড়েছিল। সেখানে তিনজন জখম হয়েছিলেন। চাবাগানে এ রকম আক্রমণমুখী চিতাবাঘের হামলা এর আগে সেরকম ঘটেনি। মাধ্যমিক পরীক্ষা চলাকালীন বারবার চিতা বাঘের হানায় উদ্বেগে বাসিন্দারা।