
উজ্জ্বল হোড়,জলপাইগুড়ি:মঙ্গলবার ভোর থেকেই ঘন কুয়াশা চাদরে ঢাকা পড়েছে জলপাইগুড়ি জেলা । কনকনে শীত, ঠান্ডায় জুবুথুবু জেলা বাসী। সোমবার জলপাইগুড়ির সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.৫ ডিগ্রি সেলসিয়াস । গত কয়েকদিন থেকেই শীতের দাপট অব্যাহত উত্তরের জেলা জলপাইগুড়িতে। কুয়াশার কারণে আলো জ্বালিয়ে রাস্তায় ধীর গতিতে চলছে যান চলাচল। কুয়াশা এবং শীতের দাপটে রাস্তায় মানুষজনের উপস্থিতি অনেকটাই কম। ঠান্ডার জন্য দোকানপাট খুলছে দেরি করে আবার সন্ধ্যার পর তাড়াতাড়ি বন্ধ ও হয়ে যাচ্ছে। কুয়াশায় দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে তাই যে কোন দুর্ঘটনা এড়াতে চলছে সেভ লাইফ সেভ ড্রাইভ এর প্রচার। জেলা পুলিশের পক্ষ মানুষকে সচেতন করতে মাইকিং করে প্রচার করা হচ্ছে.