
জলপাইগুড়ি, উজ্জ্বল হোড় : হুমকি ! অর্থের বিনিময়ে দল বদলের চাপ ! কিন্তু, মাথা নত করেননি রুবিনা মুন্ডা. সিপিএম-এর অভিযোগ, রবিবার সন্ধ্যা নাগাদ রুবিনা, যে কিনা সিপিএম পঞ্চায়েত সদস্যা, তাঁর বাড়িতে দলবল নিয়ে চড়াও হয় ৩০ জন তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরা। তারপর তারা জোর করে ঘরে ঢুকে নোটের বান্ডিল ছুড়ে হুমকি দেয় ,“টাকা দিচ্ছি। আমাদের নির্দেশ মতো তৃণমূলের ঝান্ডা ধরবি। নইলে বিপদ আছে’। এই ঘটনার তীব্র প্রতিবাদ করেন রুবিনা। এরপর তিনি বিষয়টি সিপিএম নেতাদের জানালে রাতেই জলপাইগুড়ি কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করে সিপিএম প্রার্থী। এই ঘটনার পর অন্যত্র থাকছিলেন রুবিনা. মঙ্গলবার অবশেষে তিনি ফিরলেন করোলা ভ্যালি চা বাগানে নিজের বাড়িতে. এক কথায়, সাহসিকতার নজির গড়লেন রুবিনা।
চা বাগানের শ্রমিক ও তাদের পরিবারের সদস্যরা উৎসাহের সঙ্গে তার পাশে থাকার বার্তা দিলেন এবং সাহসিকতারও প্রশংসা করলেন। রুবিনা মুন্ডাও দৃঢ়ভাবে লাল ঝান্ডার পাশে থাকার বার্তা দেন। তিনি বলেন, ‘লাল ঝান্ডাকে অসম্মান করতে পারব না’.
এই ঘটনায় ঘাসফুল শিবিরকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করলেন সিপিএম নেত্রী কনীনিকা বোস ঘোষ. তিনি বলেন, ‘মাটি হারাবার ভয় পাচ্ছে তৃণমূল. কিন্তু, বামেদের ভাঙানো যাবে না’. পাশাপাশি, রুবিনার প্রশংসা করে তিনি বলেন, ‘লড়াকু মেয়ে. টাকার থলি ছুঁয়েও দেখেনি . দৃষ্টান্তস্থাপন করেছে রুবিনা
এদিন উপস্থিত ছিলেন এসএফআই-এর সাধারণ সম্পাদক ময়ূখ বিশ্বাস, সিপিএম নেত্রী কনীনিকা বোস ঘোষ, সহ অন্যান্য নেতা-মন্ত্রীরা. তাঁরা প্রত্যেকেই রুবিনার বাড়িতে গিয়ে তাকে সাহস যোগান এবং পাশে থাকার আশ্বাস দেন