
উজ্জ্বল হোড়, জলপাইগুড়ি : পথশ্রী-রাস্তাশ্রী প্রকল্পে একাধিক জায়গায় দুর্নীতির অভিযোগ উঠেছে। অভিযোগ উঠেছে নিম্নমানের রাস্তার কাজের. এবার সেই একই অভিযোগ উঠল ধূপগুড়িতে. গত রবিবার বিকেলে পিচ দিয়ে রাস্তা তৈরি হয়েছিল. আর একদিন যেতে না যেতেই পিচের সেই ঢালাই উঠে যাচ্ছে বলে অভিযোগ এলাকাবাসীর। ধূপগুড়ি ব্লকের গাদং ২ গ্রাম পঞ্চায়েতের ঝাড়শালবাড়ি এলাকার ঘটনায় বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। জানা যায়, ঝাড়শালবাড়ি এলাকার কাছারি ঘাট থেকে সিঙ্গিমারি ব্রিজ পর্যন্ত ১২০০ মিটার রাস্তার কাজ হচ্ছে পথশ্রী প্রকল্পে। রবিবার বিকেলে বেশ কিছুটা এলাকায় পিচের ঢালাই করা হয়। কিন্তু সকালে পা দিয়ে ঘসলেই সেই পিচের ঢালাই উঠে যাচ্ছে।
উল্লেখ্য, খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ধূপগুড়ি পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা প্রদীপ রায়। রাস্তার বরাতপ্রাপ্ত কোম্পানির এক কর্মীর আশ্বাস রাস্তা মেরামত করে দেওয়া হবে। কবে রাস্তা ঠিক হয়, এখন সেইদিকেই তাকিয়ে বাসিন্দারা.