
নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়িঃ দীর্ঘ কয়েক মাস পিএফের টাকা জমা না পড়েনি। মেলেনি বর্ধিত হারে মজুরি, এরিয়ারের টাকা। এবার পাওনা গন্ডার দাবিতে চা বাগান অফিসের সামনে বিক্ষোভ দেখাল চা শ্রমিকেরা। ঘটনা টি ঘটেছে বৃহস্পতিবার জলপাইগুড়ি জেলার বামনডাঙা চা বাগানে।
এদিন সকাল থেকে শ্রমিক বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে। বাগানের শ্রমিকরা অফিসের সামনে জড়ো হয়ে পরিচালকদের সামনে তাঁদের ক্ষোভ উগড়ে দেন। ক্ষুব্ধ শ্রমিকরা জানিয়েছেন, তাঁদের প্রাপ্য থেকে বঞ্চিত করে রাখার জন্যেই এদিন সবাই একজোট হয়ে বিক্ষোভে শামিল হয়েছেন।
শ্রমিকদের অভিযোগ, তাঁদের মজুরি থেকে পিএফ কাটা হলেও তা জমা পড়েনি। সম্প্রতি ব্যাংক অ্যাকাউন্ট মারফৎ মজুরি দেওয়া হচ্ছে। অথচ সেই টাকা তোলার মতো পরিকাঠামো বাগানে নেই। ফলে সব শ্রমিক টাকা ওঠাতে পারছেন না। এতে বিপাকে পড়ছেন তাঁরা।
বাগানের ম্যানেজার সৌম্য ঘটক জানান, ৮ মাসের পিএফ জমা পড়েনি। এর একটি কারণ অনেক শ্রমিকের আধার তথ্য সংশোধন হয়নি। পিএফ অ্যাকাউন্ট এর সঙ্গে আধার তথ্যের অসংগতি রয়েছে।