
উজ্জ্বল হোড়, জলপাইগুড়ি : হেমন্তের মাঝামাঝি থেকেই সুদূর সাইবেরিয়া থেকে ঝাঁকে ঝাঁকে চলে আসে পরিযায়ী পাখিদের দল। আর শীত ঋতুতে তিস্তা পারের জনপদ, জঙ্গল, চা বাগান এবং জলাশয়গুলো চলে যায় রংবে রঙের পাখিদের দখলে। যার মধ্যে অন্যতম গরুমারা জাতীয় উদ্যান সংলগ্ন এলাকা। যেখানে চখা চখী থেকে সুলতান টিট মত পাখিদের দেখা মেলে, প্রায় প্রতি বছর। আর সেই পরিযায়ী পাখিদের নিয়ে রবিবার শুরু হল পাখি শুমারি। বন দফতর এবং বেশ কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠণের উদ্যোগে চলছে পাখি গণনা। পরিবেশ কর্মী অনির্বাণ মজুমদার জানান, জলঢাকা নদী, মুর্তি নদী এবং ডায়না নদী নিয়ে এলাকায় বড় বড় জলাভূমি রয়েছে। যেখানে দেশি-বিদেশি বিভিন্ন জলজ পাখিদের যাতায়াত। কিন্তু কমে যাচ্ছে জলাভূমি, কমছে রং বে রং এর পাখিদের ভিড়। অনির্বাণ বলেন, নজর দেওয়া হবে পাখিদের সংরক্ষণের প্রতি।
বন বিভাগ সূত্রে খবর, বেশ কয়েকদিন ধরে চলবে এই শুমারির কাজ। কর্মসূচির শেষে অনেক নতুন তথ্য উঠে আসবে বলে আশা করছেন পরিবেশ কর্মীরা।