
উজ্জ্বল হোর, জলপাইগুড়ি : ১৯৩৩ থেকে ২০২৪, জলপাইগুড়ি শহরের শিল্প সমিতি পাড়া সর্বজনীন দুর্গা পুজো কমিটির আয়োজন আজও স্বমহিমায় বিরাজমান। ৯১ টি শরৎ কাটিয়ে আসা পুজো কমিটির নতুন প্রজন্মের মাঝে আজও রয়েছে মণ্ডপ সজ্জায় সাবেকিয়ানার স্পষ্ট ছাপ. রয়েছে উদ্বোধন থেকে বিসর্জন পর্যন্ত বাঙালি ভাব ধারা।
রবিবার আনুষ্ঠানিক ভাবে পুজোর উদ্বোধন করেন জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী শিবপ্রেমানন্দজি।
উৎসবের শুভেচ্ছা জানিয়ে স্বামীজি এটিও স্মরণ করিয়ে দিয়ে বলেন, দুর্গা শুধু মাত্র এই চার দিনের জন্যই আসেন না,উনি সাড়া বছর আমাদের মধ্যেই বিরাজ করেন. আমরা সবাই দুর্গা মায়ের আশীর্বাদ নেবো এবং আরো বেশি করে মানুষকে মানুষ রূপে দেখবো, তাদের সেবা করবো এটাই হোক আমাদের লক্ষ্যে।