
উজ্জ্বল হোর, জলপাইগুড়ি : ভোর হতেই ভূমিকম্পে কেঁপে উঠলো উত্তরের জলপাইগুড়ি সহ সিকিম। শুক্রবার সকাল ৬: ৫৭ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়. রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৪.৪. ভূমিকম্পে কেঁপে উঠলো জলপাইগুড়ি সহ উত্তরের প্রায় সব কটি জেলা. ভূমিকম্পের উৎসস্থল সিকিমে বলে জানা গিয়েছে। কম্পন অনুভূত হয় নেপাল, ভুটান, বাংলাদেশেও।
কেন্দ্রীয় সিসমোলজি দফতর সুত্রে জানা গিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ভারতের সিকিম রাজ্যের তা দং থেকে ২৯ কিলোমিটার দুরে, যে কারণে সমগ্র সিকিম জুড়েই তীব্র কম্পন অনুভূত হয়েছে। এখন পর্যন্ত কোনো হতাহতের ঘটনার খবর পাওয়া যায় নি।