
উজ্জ্বল হোর : ১০৫ কোটি টাকা বকেয়া বিদ্যুৎ দপ্তরের কাছে ! ব্যাহত হতে পারে বিদ্যুৎ পরিষেবা! পুজোর মুখে অনিশ্চিত হাজার হাজার লেবারের ভবিষ্যৎ। সারা বছর কাজ করে বছর ঘুরতে চললেও মিলছে না বকেয়া অর্থ! যার জেরে পুজোর মুখে ব্যাহত হতে পারে বিদ্যুৎ পরিষেবা।
এক কঠিন সমস্যার সৃষ্টি হয়েছে গোটা উত্তরবঙ্গ জুড়ে। বিদ্যুৎ দপ্তরের সাথে চুক্তিভুক্ত ঠিকাদারেরা বকেয়া টাকা না পাওয়ায় তাদের অধীনে কাজ করা শ্রমিকদের দিতে পারছেন না পারিশ্রমিক, পুজোর বোনাস । এর জেরে বিদ্যুৎ দপ্তরের হয়ে কাজ করতে অনীহা প্রকাশ করছেন শ্রমিকরা. অন্যদিকে, বকেয়া টাকা মেটানোর দাবিতে কাজ বন্ধ রেখে অবরোধে নামতে বাধ্য হয়েছেন বিদ্যুৎ দপ্তরে চুক্তিপত্র ঠিকাদারেরা।
সব মিলিয়ে শীঘ্রই বকেয়া টাকা না মেটালে উৎসবের দিন গুলোতে বড়সড় বিদুৎ বিপর্যয় নেমে আসতে পারে বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল।