
উজ্জ্বল হোড়, জলপাইগুড়ি: নভেম্বরের শুরুতেই জলপাইগুড়িতে দেখা পাওয়া গেলো পাঁচটি গুপ্তধন অর্থাৎ কাঞ্চনজঙ্ঘার। জলপাইগুড়িবাসী কাঞ্চনজঙ্ঘাকে এই নামেই ডাকেন। নভেম্বরের প্রথম দিনেই জলপাইগুড়ি থেকে দৃশ্যমান হলো কাঞ্চনজঙ্ঘা ।তখনও ভোরের আলো ছড়িয়ে পড়েনি তিস্তা পাড়ের শহর জলপাইগুড়িতে। সবে উঁকি দিচ্ছে সূর্যদেব। সূর্যের সেই রশ্মিতে সোনালী আভায় আলোকিত হয়ে উঠলো পৃথিবীর তৃতীয় তথা ভারতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা,যার উচ্চতা ৮৫৮৬ মিটার। সাতসকালে কাঞ্চনজঙ্ঘার এই দৃশ্য দেখে মুগ্ধ স্থানীয় থেকে পর্যটক সকলে।