
ওঙ্কার ডেস্ক:রাজ্যজুড়ে পড়ে গিয়েছে শীতের আমেজ। শীত পড়তেই যারা উত্তরবঙ্গে ঘুরতে যান, তাদের জন্য রয়েছে সুখবর। এই শীতে পর্যটকদের জন্য খুলে যেতে চলেছে ধুপগুড়ির গোসাইরহাট ইকোপার্ক ও পক্ষী পরিচিতি কেন্দ্রটি। যেখানে গেলে নিমেষেই দূর হয়ে যাবে আপনার জমে থাকা ক্লান্তি। সমরেশ মজুমদারের শৈশবের স্মৃতি বিজড়িত ননাই নদীর পাড়, সেই সঙ্গে বন্য প্রাণী ও পরিযায়ী পাখিদের দর্শনে মুগ্ধ হতে চাইলে এই জায়গা আপনার জন্য সেরা ঠিকানা। ২০০৭ সালে পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছিল ধুপগুড়ি ব্লকের ঝাড় আলতা ২ নং গ্রাম পঞ্চায়েত এলাকার গোসাইরহাট ইকোপার্ক ও পক্ষী পরিচিতি কেন্দ্রটি। ডুয়ার্সের অপার প্রাকৃতিক সৌন্দর্য ও বিভিন্ন পরিযায়ী পাখির কলরবে এক সময় গোটা উত্তরবঙ্গ জুড়ে পিকনিক স্পট হিসাবে বেশ খ্যাতি অর্জন করেছিল। স্থানীয়দের অভিযোগ, বনদফতরের খামখেয়ালিপনা ও রক্ষণাবেক্ষণের অভাবে দীর্ঘদিন বন্ধ হয়েছিল পার্কটি। পুনরায় সেটি খুলে দেওয়া হবে বলে জানা গিয়েছে। বন দফতরের তরফে মৌখিকভাবে জানানো হয়েছে ডিসেম্বরের মধ্যেই খুলতে পারে এই পার্ক। বিষয়টি নিয়ে গ্রামের উপপ্রধান রবি রাভা জানান, আগামী ডিসেম্বর মাসেই খুলতে চলেছে এই পার্ক।অন্যদিকে পার্ক খুলে যাওয়ার খবরে খুশির হাওয়া রাভা জনজাতির মধ্যে। পার্ক সংলগ্ন এলাকাটিতে মূলত তিনটি রাভা গ্রাম রয়েছে। গোসাইরহাট বস্তি, মেলাবস্তি ও খুকলুঙ্গ বনবস্তির মানুষ নতুন করে কর্ম সংস্থানের আশায় বুক বাঁধছেন। পর্যটকদের থাকার জন্য রয়েছে স্থানীয় রাভা জনজাতি দ্বারা পরিচালিত রিসর্ট। যেখানে থেকে আপনি নিতে পারেন রাভা জনগোষ্ঠীর সাংস্কৃতিক অনুষ্ঠানের স্বাদ। সেই সঙ্গে উপভোগ করতে পারবেন জনজাতি গোষ্ঠীর নৃত্য।