
উজ্জ্বল হোড়, জলপাইগুড়ি : শনিবার দুপুরে জলপাইগুড়ি সদর হাসপাতালের অন্তর্গত মাতৃ মা প্রসূতি বিভাগে এক প্রসূতি মৃত শিশু প্রসব করে। খবর পেয়েই ক্ষোভে ফেটে পড়ে পরিবার। চিকিৎসার গাফিলতিতেই শিশুর মৃত্যু বলে অভিযোগ তাদের। তুমুল উত্তেজনা ছড়ায় হাসপাতাল চত্বরে।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়, তিন দিন আগে সাবিনা ইয়াসমিন নামে ওই মহিলাকে জলপাইগুড়ির মাতৃ মা বিভাগে ভর্তি করা হয়। শুক্রবার পর্যন্ত চিকিৎসক জানিয়েছিল, শিশু এবং মা দুজনেই ভালো আছে। কিন্তু শনিবার দুপুরে যখন প্রসূতি সন্তান প্রসব করে তখন দেখে শিশুটি মৃত। এই ঘটনায় শোকের ছায়া গোটা পরিবারে।