
উজ্জ্বল হোড়, জলপাইগুড়ি : জলপাইগুড়ি থেকে অরুণাচলের চিন সীমান্ত পর্যন্ত সেনার জন্য নির্মিত রাস্তার উদ্বোধন হয়ে গেল। চিন সীমান্তে মোতায়েন সেনাকে লজেস্টিক সাপোর্ট দিতে আরো একধাপ এগোলো ভারত, জলপাইগুড়ি জেলা সংলগ্ন নতুন পথের উদ্বোধন করলেন প্রতিরক্ষা মন্ত্রী ।
ভারত চীনের সম্পর্কে যদি চিড় ধরে তাহলে গরুবাথান লাভা , আলগাড়া , ঋষি রোডের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের সুরক্ষাকে অক্ষুন্ন রাখতে এই রাস্তার তদারকি বর্ডার রোড অর্গানাইজেশনের হাতে হস্তান্তর করেছে দেশের প্রতিরক্ষা দপ্তর ।
আর এই রাস্তাগুলোকে ধাপে ধাপে তৈরি করে, ভারতের সীমান্তবর্তী রাস্তাগুলোকে সচল রাখতে এবং তার পরিকাঠামাকে আরো মজবুত করতে, শনিবার জলপাইগুড়ি জেলার সীমানা শেষে কালিম্পং জেলার গরু বাথান হয়ে লাভা ঋষি রোডের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেন দেশের প্রতিমন্ত্রী রাজনাথ সিং ।
এই রাস্তাকে সিকিমের দ্বিতীয় লাইফ লাইন বলা হয় এবং পাশাপাশি , ভারত চীনের সীমান্তের একমাত্র বলিষ্ঠ রাস্তা হিসেবে , এই সড়ক পথকেই চিহ্নিত করা হয়েছে. দেশের সুরক্ষাকে সমৃদ্ধ করতে এবং পাশাপাশি চীনের বর্ডার এরিয়াতে সরাসরি এই রাস্তা একমাত্র যোগাযোগের পথ ।
শনিবার ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সিকিমের গ্যাংটক শহর থেকে ওয়েব টেলিকাস্টিং এর মাধ্যমে এই সড়ক পথের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন ।
উপস্থিত ছিলেন এলাকাবাসীদের পাশাপাশি বর্ডার রোড অর্গানাইজেসনের( বি আর ও)আধিকারিকরা ।
বর্ডার রোড অর্গানাইজেশনের আধিকারিক শ্রী জ্ঞানেশ্বর প্রসাদ বলেছেন যে এই সড়ক পথকে মসৃণ রাখতে আমরা সব সময় প্রস্তুত ।
উল্লেখ্য, প্রাকৃতিক দুর্যোগের সময় গরুবাথান , লাভা , ঋষি রোড সচল ছিল এবং সিকিমের মানুষকে এই পথেই পরিষেবা দেওয়া হয়েছে। সুতরাং সিকিমের লাইফ লাইন হিসেবে পরিগণিত হয়েছে গরুবাথান লাভা ঋষি রোড । ভারতের সুরক্ষা দৃষ্টিভঙ্গিতে এই রাস্তা অত্যন্ত উল্লেখযোগ্য এবং এই রাস্তার সম্পূর্ণ তদারকি বর্ডার রোড অর্গানাইজেশনের দ্বারাই করা হবে।