
উজ্জ্বল হোড়,জলপাইগুড়ি:
জলপাইগুড়ি শহরে এক সময় কুমারী পুজো হতো শুধুমাত্র রামকৃষ্ণ মিশন আশ্রমেই।কিন্তু আশ্রমের নানান নিয়ম, নির্দেশ, নিষ্ঠার বেড়া টপকে সেই কুমারী পুজোয় সামিল হতে পারেন না অনেকেই।এরই মধ্যে বিগত কয়েক বছর ধরে জলপাইগুড়ি শহরের বিভিন্ন বারোয়ারী দুর্গা পুজো কমিটি গুলো ভক্তি শ্রদ্ধার সঙ্গে কুমারী পূজো শুরু করেছে ।
তেমনি কয়েকবছর ধরে কুমারী পুজো শুরু করেছে তিস্তা পাড়ের রক্ষা কালী মন্দির কমিটি।
এবারও যথাযথ মর্যাদায় রবিবার সকালে তিস্তা পাড়ের গাছের ছায়ায় শীতল মনোরম পরিবেশে অনুষ্ঠিত হলো কুমারী পূজো।