
উজ্জ্বল হোড়, জলপাইগুড়ি: জমি দখলের পাশাপশি হত্যার ষড়যন্ত্রের খবর উঠে এল জলপাইগুড়ি জেলার ডাবগ্রাম ফুলবাড়ীতে। ষড়যন্ত্রকারী প্রভাবশালী তৃণমূল নেতা তথা ব্লক সভাপতি দেবাশীষ প্রামানিক। উল্লেখ্য, অভিযোগকারি জমির মালিক জুলাপি রায়ের নামে ডাবগ্রাম মৌজার আর এস প্লট ২৫ এবং ২৮ নম্বরে ২.৬ ডেসিমাল জমি রয়েছে। অভিযুক্ত দেবাশীষ প্রামাণিক এবং গৌতম গোস্বামী দীর্ঘ সময় ধরে সেই জমি তাদের হাতে তুলে দেবার চাপ সৃষ্টি করে আসছিলো।
এরপর গত ২৬/০৬/২৪ আনুমানিক বেলা বারোটার সময় অভিযুক্ত দেবাশীষ প্রামাণিক এবং ও তার দলবল উল্লেখিত জমিতে কিছু মাপজোক করতে আসে, প্রতিবাদ করলে একটি নকল পাওয়ার অফ এটর্নী দেখিয়ে হুমকি দিতে শুরু করে, এমন সময় দেবাশীষ প্রামাণিকের সঙ্গে থাকা ঋষিকেশ রায় আচমকাই অভিযোগকারি জুলাপী রায়ের গালে থাপ্পড় মেরে গলা টিপে ধরে শ্বাস রোধ করার চেষ্টা করে, এমন সময় মূল অভিযুক্ত দেবাশীষ প্রামাণিক উক্ত ঋষিকেশ রায়কে বলে, এখনই মেরে ফেলতে হবে না,আমাদের কথা মতো কাজ না করলে তখন দেখবো।
তারপর জুলাপী রায়ের অভিযোগ দায়েরের ভিত্তিতে এই প্রভাবশালী তৃণমূল নেতা সহ মোট গ্রেফতার করা হয় চার জনকে। সেই জুলাপী রায়ের করা অভিযোগ নামায় উল্লেখ্য রয়েছে জমি দখলের পাশাপশি হত্যার ষড়যন্ত্র। এই ঘটনা নিয়ে রুজু হাওয়া ভারতীয় দণ্ডবিধির ৪৪৭/৪৬৭/৩৮৪/৩০৭/৫০৭/১২০বি ধারায় মামলার ফ্রাস্ট ইনফর্মেশন রিপোর্টে বলা হয়েছে।