
উজ্জ্বল হোড়, জলপাইগুড়ি: জলপাইগুড়ি সদর ব্লকের খড়িয়া গ্রাম পঞ্চায়েত দখল করলো তৃণমুল কংগ্রেস, এই নিয়ে বুধবার সকাল থেকেই ছিল টানটান উত্তেজনার। তবে সিপিআইএমের ৩ জন এবং কংগ্রেসের ১ জন পঞ্চায়েত সদস্য ভোটাভুটিতে অনুপস্থিত থাকায় ১৫ টি আসন দখল করা তৃণমুল কংগ্রেস ১১ টি আসন পাওয়া বিজেপিকে হারিয়ে পঞ্চায়েত বোর্ডের দখল নেয়।এই প্রসঙ্গে বিজেপি নেতা তপন রায় জানান, ভোটা ভুটি না করেই ঘোষণা করে দেওয়া হয় তৃণমুল জয়ী হয়েছে এবং বোর্ড গঠন করেছে। এই কাজে তৃনমূল কে সাহায্য করেছে লোক্যাল আই সি ও বাম কংগ্রেসের জয়ী প্রার্থীরা ।তাই প্রতিবাদে, রাস্তা অবরোধ করা হয়েছে।তবে বাম – কংগ্রেসের সাহায্য নিয়ে বোর্ড গঠনের কথা অস্বীকার করেছে তৃনমূল।অভিযোগ অস্বীকার করেছেন বামফ্রন্ট ও কংগ্রেসের জয়ী প্রার্থীরাও।