
উজ্জ্বল হোড়, জলপাইগুড়ি : ছোড়া হচ্ছে মিসাইল, ধংস হচ্ছে ট্যাংক, এক নজরে দেখে মনে হবে যুদ্ধের পরিবেশ তিস্তা পাড়ে। আসলে চলছে ভারতীয় সেনার যুদ্ধাভ্যাস। বৈদেশিক সামরিক আক্রমণের যোগ্য জবাব দেবার লক্ষ্যে ছয় দিন ধরে জলপাইগুড়ি জেলার ডুয়ার্সের তিস্তা পাড়ে নিজেদের শক্তি ও কর্মদক্ষতা ঝালিয়ে নিলো ভারতীয় সেনা বাহিনীর ত্রি -শক্তি ক্রপস। সাক্ষী রইলেন জেনারেল অফিসার ইন কমান্ড ত্রি শক্তি কর্পস। সম্প্রতি সেনা বাহিনীর পক্ষ থেকে জারি করা এক বার্তায় এমনটাই জানা গিয়েছে।
ফেব্রুয়ারি মাসের ২২ থেকে ২৮ পর্যন্ত মালবাজার অঞ্চলে তিস্তা নদীর পাড়ে সেনা বাহিনীর ফায়ারিং রেঞ্জে চলে এই বিশেষ কর্মকাণ্ড। উল্লেখ্য, ফিল্ড এক্সসাসাইজ স্থান থেকে আকাশ পথে খুবই সামনে অবস্থিত চীন সীমান্ত।
এ প্রসঙ্গে সমর বিশেষজ্ঞদের একটি অংশ মনে করছে এই ধরনের অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি মিসাইল ব্যবহার একদিকে যেমন ভারতীয় সেনা বাহিনীর সদস্যদের মনোবল বৃদ্ধি করবে, পাশাপাশি চিন সীমান্ত লাগোয়া এই অঞ্চলে ভারতীয় সেনা বাহিনীর আর্টিলারি রেজিমেন্টের এত বড় ফিল্ড এক্সসাইজ সীমান্ত পারে চীন সেনা বাহিনীর ওপর বাড়তি চাপ সৃষ্টি করবে।