
উজ্জ্বল হোড়,জলপাইগুড়ি:
জলপাইগুড়ির বামনপাড়া পূর্বাচল সংঘ ক্লাব ও পাঠাগারের এবারের থিম হলো “এক টুকরো সবুজ”। সম্পূর্ন পূজা মণ্ডপ টি তৈরি করা হয়েছে বিভিন্ন ধরনের গাছ দিয়ে ।পূজা মণ্ডপের ছাদ তৈরি করা হয়েছে সিম গাছ দিয়ে। পাশাপাশি মণ্ডপের চার পাশের দেওয়াল তৈরি করা হয়েছে শসা গাছ দিয়ে। দীর্ঘ ৬মাস আগে থেকে সমস্ত গাছ এই পূজা মণ্ডপে লাগানো হয়েছে। আর সেই গাছ দিয়ে গড়ে তোলা হয়েছে অপুর্ব এক পূজা মণ্ডপ। আর গাছ দিয়ে সবুজ মণ্ডপ সাজানো হয়েছে পরিবেশ রক্ষা ও দূষণ রোধের বার্তা দিতে বলে জানিয়েছেন পুজোর উদ্যোক্তারা